লন্ডনের উদ্দেশে দেশ ছাড়লেন খালেদা জিয়া
ডেস্ক রিপোর্ট:উন্নত চিকিৎসার জন্য লন্ডনে সফরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।এর আগে রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার বিমানবন্দরে পৌঁছান বেগম খালেদা জিয়া। রাত ৮টা ১৩ মিনিটে গুলশানে নিজ বাসভবন ফিরোজা থেকে সাদা একটি গাড়িতে রওনা দেন খালেদা জিয়া। বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি।তিনি আরো জানান, খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।বিএনপির পক্ষ থেকে জানানে হয়, কাতারের আমিরের পাঠানো বিশেষ উড়োজাহাজ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন খালেদা জিয়া। দীর্ঘ আট ঘণ্টার মতো ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করবেন তিনি। এই এয়ার অ্যাম্বুলেন্স সোমবারই ঢাকায় এসেছে, সেটিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমাকে রাখা হয়েছে।দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ সময় বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়ার।এদিকে, খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানসহ বিমানবন্দরের পথে রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন স্তরের মানুষকে জড়ো হন। খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বিকেল থেকেই তার বাসভবন ও আশপাশে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী জমায়েত হন। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিমানবাহিনী, র্যাব, এপিবিএন এবং আনসার বাহিনীর সদস্যরা বিমানবন্দরের পুরো এলাকা ঘিরে অবস্থান নিয়েছেন। এর ফলে বিমানবন্দরের অভ্যন্তরীণ রুটে সাধারণ যাত্রীদের জন্য বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।লন্ডনে যাওয়ার আগে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন চার বছর গৃহবন্দি থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।