ডুমুরিয়ার চন্ডিপুর ঘোষ পাড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীর মাষ্টার মাইন্ড সুবীর ঘোষ
আব্দুর রশিদ, ডুমুরিয়া:
ডুমুরিয়ার চন্ডিপুর ঘোষ পাড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীর মাষ্টার মাইন্ড সুবীর ঘোষ। এলাকাবাসী সূত্রে জানাযায় সুবীর ঘোষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাভীর দুধে ভেজাল দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। গাভীর দুধের সঙ্গে গুড়ো দুধ, সয়াবিন তেল ও এক ধরণের জেলি বেলেন্ডার দিয়ে মিশিয়ে খুলনা, সাতক্ষীরা, পাটকেলঘাটা, শাহাপুর বাজার সহ বিভিন্ন কারখানায় ও মার্কেটে বাজারজাত করছে। এই দুধ সাধারণ মানুষ বা শিশুদের খাওয়ানো হচ্ছে। এতে ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনা দেখা দিতে পারে।
এদিকে, পাশ্ববর্তী তালা উপজেলার জেয়ালা ঘোষ পাড়ায় একই ঘটনায় উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে ঐ এলাকার ঘোষ মহাশয়দের জেল জরিমানা করলেও এখনও পর্যন্ত ডুমুরিয়ার চন্ডিপুর ঘোষ পাড়ায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের কোন অভিযান দেখা যাইনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঘোষ মহাশয় এ প্রতিবেদককে জানান সুবীর ঘোষের পিতা মৃত হরিপদ ঘোষ একসময়ে আবাদ থেকে ঘাস কেটে এনে গ্রামে বিক্রি করে তার সংসার চলতো। এর পর হঠাৎ সুবীর বিয়ে করে তার শ্বশুর বাড়ীর দেয়া পিতলের কলস দিয়ে দুধের ব্যবসা শুরু করে। কিন্তু সেই ভেজাল দুধের ব্যবসায়ী সুবীর ঘোষ প্রায় কোটি টাকার মালিক বনে গেছে। আবার তার বিরুদ্ধে সাবেক ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দের ছত্রছায়ায় থেকে সাধারণ মানুষের ভয়ভীতি দেখানোর একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যায়। এছাড়া নামে বে-নামে অনেক জায়গা জমিরও মালিক বনে গেছে। ভেজাল দুধ ব্যবসায়ী সুবীর ঘোষকে যথাযথ আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এলাকাবাসীর। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুধ ব্যবসায়ী সুবীর ঘোষের সাথে মুটোফোনে ০১৭২৮২৩১০২৩ নম্বরে একাধীকবার যোগাযোগ করার চেষ্টা করলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।