তালায় হাজী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত
জহর হাসান সাগর:
তালায় “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনির প্রতিপাদ্যকে সামনে নিয়ে হাজী সম্মেলন- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯ টায় হাজী কল্যাণ ফাউন্ডেশন তালা উপজেলা শাখার আয়োজনে তালার পুরাতন ফুটবল ময়দানে সংগঠনের সভাপতি আলহাজ্ব সরদার আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল।
তালা উপজেলা হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা তাওহিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ শাহিনুর রহমান,উপজেলা হাজী কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাবেক সহকারী অধ্যাপক কামরুল ইসলাম, উপদেষ্টা আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ।
বক্তব্য রাখেন,তালা সদর ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, ইসলামকাটি ইউনিয়ন সভাপতি আব্দুস সোবহান,খলিলনগর ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস,মাগুরা ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ বজলুর রহমান, জালালপুর ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম,খেশরা ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, তেঁতুলিয়া ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিদ, আলহাজ্ব খাঁন মোঃ সুজায়েত, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন,আলহাজ্ব মিজানুর রহমান, আলহাজ্ব আসাদুজ্জামান। আলহাজ্ব নুরুল ইসলাম, আলহাজ্ব আমিনুর রহমান প্রমুখ। এছাড়া হাজী সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ৭ ইউনিয়নের ৪৬০ জন হাজীগন। এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই সংগঠনের পক্ষ থেকে উপজেলা অসুস্থ হাজী দের চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ সকলে সকলকে বিপদে আপদে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।
Please follow and like us: