১৭ বছর পর বিএনপি নেতা পিন্টুর মুক্তিতে আনন্দ মিছিল
ডেস্ক রিপোর্ট:দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু মুক্তি পাওয়ায় আনন্দ মিছিল করেছে ঘাটাইল উপজেলা বিএনপি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির (নাসির গ্রুপ) উদ্যোগে মিছিলটি ঘাটাইল বাজার রোড থেকে শুরু হয়ে ঘাটাইল কলেজ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।এ সময় উপস্থিত ছিলেন- ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, ঘাটাইল পৌর বিএনপির সভাপতি আব্দুল বাছেদ করীম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন হেলাল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সৌরভ, ঘাটাইল উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সুফী সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন রনি এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও পৌর বিএনপির (নাসির গ্রুপ) নেতাকর্মীরা।
Please follow and like us: