সাতক্ষীরা মোজাফফর গার্ডেনে টাটাক্রপ কেয়ার কোম্পানি পরিবেশন সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটা টাটা ক্রপ কেয়ার কোম্পানির পক্ষ থেকে সাতক্ষীরা মোজাফ্ফর গার্ডেনে পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।টাটা ক্রফ কেয়ার কোম্পানির চেয়ারম্যান গোবিন্দ সাধুর সভাপতিত্বে সাতক্ষীরা মোজাফফর গার্ডেন অডিটোরিয়ামে শনিবার বেলা ১১ টায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর বাবু কেশব কুমার সাধু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাটা গ্রাব কেয়ার কোম্পানির পরিচালক স্বপন কুমার সাধু, দেবাশীষ সাধু অপু, বিজনেস হেড কৃষিবিদ কাজী ওমর ফারুক, বি এস এম উত্তম কুমার মল্লিক, সম্মানিত অতিথি ব্যবসায়ী নারায়ণ চন্দ্র সাধু, ব্যবসায়ী বিপ্লব সাধু, ব্যবসায়ী সসুকুমার সাধু, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কোম্পানির ডেভেলপমেন্ট ম্যানেজার মাে: শহিদুল ইসলাম ।এ সময় সাতক্ষীরা খুলনা ও যশোর জেলার পরিবেশক বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় টাটা ক্রপ কেয়ার কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর কেশব চন্দ্র সাধু বলেন দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে টাটা ক্রপ কেয়ার কোম্পানির পণ্য ব্যবহারে পরিবেশক ও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের জোর তাগিদ করেন। টাটা ক্রপ কেয়ার কোম্পানির পণ্য যাতে সহজে কৃষক পায় সে ব্যাপারে পরিবেশকদের আরো দৃঢ়তার সাথে কাজ করার আহ্বান জানান।