আশাশুনিতে দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়নে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনিতে সুন্দরবন ও সংলগ্ন অঞ্চল সমূহের দূষণ কমানো এবং বাস্তু সংস্থান উন্নয়নে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শরিবার সকাল ১০.৩০ টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করা হয়।
জার্মান কোঅপারেশন ও হেলভিটাস জার্মানীর সহযোগিতায় রূপান্তর বাংলাদেশে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চল সমূহের দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন প্রকল্পের আওতায় সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশণামূলক আলোচনা রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম। সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইয়ূথ কমিটি নেতৃবৃন্দ, বনজীবি ও ভুক্তভোগিদের অংশগ্রহনে সভা পরিচালনা করেন, উপজেলা ইয়ুথ কমিটির আহবায়ক কর্ণ বিশ্বাস কেডি। সভায় প্রকল্পের কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন, জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। আরও আলোচনা, পরামর্শ প্রদান, পলিথিন ও প্লাস্টিক সামগ্রীর অপব্যবহার ও অপকারিতা সম্পর্কে কথা বলেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাব সেক্রেটারী বি এম আলা উদ্দীন, মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, অবঃ ব্যাংকার অনাথ বন্ধু চক্রবর্তী, এনজিও বারসিক ম্যানেজার গাজী আরশাদ, এনজিও ডিএসকে প্রতিনিধি রুহিনী সরকার, বনজীবি ইব্রাহিম গাজী, মনতেজ, হরিচরণ সরদার, আছাদুল ইসলাম, ইউনুছ আলী প্রমুখ। সভায় সুন্দরবন ও তার সংলগ্ন অঞ্চল সমূহের পরিবেশ রক্ষা এবং পলিথিন ও প্লাস্টিক দ্রব্যের প্রভাব থেকে রক্ষা করতে করনীয়তা নিয়ে আলোচনা করা হয়। এবং আগামী ৩ মাসের মধ্যে ১১ শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন, ১১ টি বাজারে ক্যাম্পেইন, ডিকেএস এর সুফলভোগিদের নিয়ে উঠান বৈঠক ও বারসিক এর সহযোগিতায় সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।