সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আ.স.ম আব্দুর রব ও মোঃ আব্দুল আলীম মোড়ল বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত
আব্দুল্লাহ আল মামুন:সাতক্ষীরা মৎস্য ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আ.স.ম আব্দুর রব ও মোঃ আব্দুল আলীম মোড়ল প্যানেলের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এই নিয়ে টানা তিনবার এই প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সাতক্ষীরার মৎস্য ব্যবসায়ীদের কে ব্যবসায়ী কর্মকান্ড অগ্রগতির জন্য সুনামের সাথে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। নির্বাচনে ২০২৫-২৬ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি অ,স,ম আব্দুর রব, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান, সহ-সভাপতি আবুল বাশার সরদার, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম রানা, কোষাধক্ষ্য দেলাওয়ার হোসাইন, প্রচার সম্পাদক শাহ আলম, ক্রীড়া সম্পাদক বিল্লাল হোসেন, কার্যনির্বাহী সদস্য জিয়াদ আলী বক্স, মিজানুর রহমান, আব্দুর রহমান, আজগর হোসেন রিপন, সহযোগি সদস্য আনজার হোসেন, শাহিন আলম। সমিতির প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার আলহাজ্ব নূর আলী মোড়ল, নির্বাচন কমিশনার মোঃ শাহনেওয়াজ, নির্বাচন কমিশনার মোঃ মতিনুর রহমান, সেলিম গাজী ও নুরুল আমিন নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করে আর কোন প্রার্থী না থাকায় শনিবার সকালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।