ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সম্মেলন :সভাপতি সেরাজুর সম্পাদক কামরুজ্জামান
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম পর্বে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা ও বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। এসময় সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সেরাজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফারুক হোসেন, বিশ^জিৎ কুমার ঘোষ, খান আহাদুর রহমান, মঞ্জুরুল ইসলাম, আবু সুফিয়ান, মহাসীন কবীর প্রমুখ। আলোচনা শেষে নিয়মানুযায়ী বিগত কমিটি ভেঙে দেওয়া হয়।পরে সম্মেলনের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কবিরুল আলমের সভাপতিত্বে নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। শুরুতেই তিনি পূর্ব ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী তালিকা ঘোষণা করেন। প্রার্থী তালিকা অনুযায়ী সভাপতি পদে সেরাজুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক পদে আমিনুর রহমান একক প্রার্থী হওয়ায় তাদের বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ আবু হেনা ইবনে মোঃ জাহির, মোঃ আবু সুফিয়ান, বিশ^জিৎ কুমার ঘোষ, মোঃ মহজুরুল ইসলাম, মোঃ ফারুক হোসেন, খান আহাদুর রহমানসহ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।