হৃদরোগে আক্রান্ত বুধহাটার ব্যবসায়ী ফারুক
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার ভোর রাত ৪ টার দিকে তিনি বুধহাটাস্থ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হন।পরে তাকে সকালেএ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়ে।বর্তমানে হাসপাতালে আইসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশিষ্ট মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ ফয়সাল আহমেদের তত্বাবধানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধহাটা বাজারের ফারুক ভ্যারাইটিস স্টোরের সত্বাধিকারী ও বুধহাটা আঞ্চলিক প্রেস ক্লাবের সদস্য ফারুক হোসেসের রোগমুক্তি কামনা করেছেন, প্রেস ক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত ড্যানিশসহ সকল সদস্যবৃন্দ।
Please follow and like us: