বুধহাটায় মহান বিজয় দিবস উপলক্ষে যুবদলের আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা
জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলার বুধহাটায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বুধহাটা কলেজিয়েট স্কুল ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বুধহাটা যুবদল আহবায়ক মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আবু জাহিদ সোহাগ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মোঃ রুহুল কুদ্দুস।বুধহাটা ইউনিয়ন যুবদল সদস্য সচিব এস এম হাবিবুল্লাহ বাশারের সঞ্চালনায় বিশেষ অতিথির রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, আব্দুল আলিম, রবিউল আউয়াল ছোট, আজহারুল ইসলাম মন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেন, বুধহাটা ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব, আশাশুনি প্রেসক্লাব সেক্রেটারি এস কে হাসান, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন, দপ্তর সম্পাদক শেখ বাদশা, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, প্রেসক্লাব সদস্য হাবিবুল্লাহ বেলালী, জগদীশ চন্দ্র সানা, কুল্যা ইউনিয়ন যুবদল আহবায়ক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা সিরাজুল ইসলাম, মোঃ রানা, একলেছুর রহমান, জমির হোসেন, আলমগীর হোসেন, মোঃ মিঠু, মুস্তাফিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে খুলনা ও সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর কন্ঠ শিল্পীদের অংশগ্রহণে এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।