আশাশুনিতে শাক-সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে গৃহিনীদের সবজী চাষ আগ্রহী ও সফল করতে বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায়
কুল্যায় তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত।জি এম মুজিবুর রহমানঃ আশাশুনি উপজেলার কুল্যায় তথ্য অধিকার আইনে নারীর অগ্রগতি বিষয়ক বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কুল্যা ইউনিয়ন পরিষদ চত্বরে এ বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।কুল্যা ইউনিয়নের বিভিন্ন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী সদস্যবৃন্দের অংশগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকি ফেরদৌস পলাশ। সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কুতুবউদ্দিন, সমবায় অফিসার শশাঙ্ক বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সমাজসেবা অফিসের ইউনিয়ন সহকারী মোখলেছুর রহমান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সেরাজুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা, ইউপি সদস্য নজরুল ইসলাম, বশির আহমেদ টুকু, তাহারা বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন অগ্রগতি প্রকল্পের কো-অডিনেটর আল-মামুন।