তালার দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলায় জেলা সাংবাদিক ফোরামের নিন্দা
শেখ আমিনুর হোসেন:সাতক্ষীরার তালায় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আক্তারুল ইসলাম ও স্থানীয় পত্রিকার সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি মোঃ আতাউর রহমানের উপর অতির্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস, যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন, অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান তাজু, আরীফ মাহমুদ, মোঃ আব্দুল মতিন, মোঃ জিয়াউর রহমান জিয়া ও এএইচএম তুমু।
নেতৃবৃন্দ সাংবাদিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশসহ উক্ত সন্ত্রাসী হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর’২৪) বেলা ১২ টায় তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।