সাতক্ষীরায় ‘হাওরের ১০০বছর এবং আমাদের করণীয়’ শীর্ষক’ বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় ‘হাওরের ১০০বছর এবং আমাদের করণীয়’ শীর্ষক’ জেলা পর্যায়ের বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে কর্মশালায় আলোচনা উপস্থাপনা করেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মো. আখতারুজ্জামান।
কর্মশালায় আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পদ পাল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সাইফুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইহ্নটিটিউটের ড. শিমুল মন্ডল প্রমুখ।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং সরকারি কর্মকর্তাসহ নানা পেশা ও শ্রেণির প্রতিনিধিগণ কর্মশালায় অংশ নেয়। মৎস্য কৃষিখাতের উন্নতির পাশাপাশি পলি অপসারণপুবর্ক নদীর প্রবাহ ঠিক রাখা ছাড়াও নদী পুনঃখননের উপকারীতা নিয়ে কর্মশালায় আলোকপাত করা হয়। এছাড়া সুন্দরবনকে কেন্দ্র করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বশেষ এ জনপদে আকর্ষণীয় পর্যটন এলাকা গড়ে তোলার বিষয়ে উপস্থিত সকলকে কার্যকর ধারণা প্রদান করা হয়। একইভাবে পর্যাপ্ত বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ বনায়ন সৃষ্টির পাশাপাশি পানি সংরক্ষনের বিষয়ে ধারণা প্রদান করা হয়।