সাতক্ষীরা পৌরসভায় বাজেট বরাদ্দ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি : অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৮ ডিসেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা পৌরসভায় সেন্টার ফর ‘ল’ এন্ড পলিসি এফেয়ার্স (সিএলপিএ) এর সহযোগিতায় ও মৌমাছি সংস্থার বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, পৌর ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, সাবেক মহিলা কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, ডাঃ শফিকুল ইসলাম, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, প্রভা সংস্থার নির্বাহী পরিচালক শাম্মী আক্তার প্রমুখ। এসময় বক্তারা বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংক্রামক ব্যধির চেয়ে অসংক্রামক ব্যধির ব্যাপকতা অনেক বেড়ে গেছে এবং বর্তমানে বিশ্বের মোট মৃত্যুর ৬৫ শতাংশ এর জন্য দায়ী। আগে ধারণা করা হতো, অসংক্রামক ব্যধি শুধু ধনী দেশে বসবাসকারীদের এবং বয়স্ক লোকের হয়। প্রকৃতপক্ষে এ রোগে আক্রান্তদের অর্ধেকই কম বয়সী এবং নিম্ন আয়ের দেশগুলোতে এ ধরনের ব্যধির প্রাদুর্ভাব ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। যে কারনে অসংক্রামক রোগ প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে শহরের প্রাণসায়ের খালের দুই ধারে গাছ লাগানো হয়েছে। হাটা চলাফেরার সুবিধার্তে শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া বর্জ্র পরিষ্কারের জন্য কাজ চলছে। শরীরচর্চা ও কায়িক পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের বাজেট বরাদ্দে কাজ চলছে ।