গোলান মালভূমিতে অবৈধ বসতি বাড়ানোর অনুমোদন ইসরায়েলের

আন্তজার্তিক ডেস্ক: অধিকৃত গোলান মালভূমিতে অবৈধ বসতি স্থাপন বাড়ানোর একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। সম্প্রতি সিরিয়ার দীর্ঘদিনের নেতা বাশার আল-আসাদের পতনের পর আরো কিছু সিরীয় এলাকা দখল করে ইসরায়েলি বাহিনী। তার কয়েক দিনের মধ্যেই অবৈধ বসতি বাড়ানোর এই সিদ্ধান্ত নিল দখলদাররা।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্তে একটি ‘নতুন ফ্রন্ট’ তৈরি হওয়ায় এই উদ্যোগ নেয়া জরুরি হয়ে পড়েছে।নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল গোলান মালভূমির জনসংখ্যা দ্বিগুণ করতে চায়। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে গোলান মালভূমি দখল করে নিয়েছিল ইসরায়েল। তবে আন্তর্জাতিক আইনে এই দখলকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।রোববার সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিরিয়ার সঙ্গে অস্ত্রবিরতি চুক্তি থাকারও পরও আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমি ও সিরিয়ার মাঝে থাকা বাফার জোনে ইসরায়েলি বাহিনী প্রবেশ করেছে। ইসরায়েল বলছে, সিরিয়ার ক্ষমতা পরিবর্তনের ফলে অস্ত্রবিরতির শর্তগুলো ভেঙে পড়েছে।গোলান মালভূমিতে বর্তমানে ৩০ টিরও বেশি ইসরায়েলি বসতি এলাকা রয়েছে। এসব বসতিতে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করে। আন্তর্জাতিক আইনে এই বসতিগুলোকে অবৈধ হিসেবে গণ্য করা হয়। তবে ইসরায়েল বরাবরই এই এ ধরনের অভিযোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে।
জানা গেছে, গোলান মালভূমিতে ২০ হাজারের মতো সিরিয়ার নাগরিকও বাস করেন। এসব সিরিয়ানের বেশির ভাগই দ্রুজ আরব। অঞ্চলটি ইসরায়েল দখল করে নিলেও তারা পালিয়ে যাননি।গোলান মালভূমিতে নতুন বসতি নির্মাণ পরিকল্পনার বিষয়ে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল এই এলাকা দখলে রেখে, উন্নয়ন ঘটিয়ে বসতি স্থাপন অব্যাহত রাখবে।

জানা গেছে, আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে কয়েক শ হামলা চালিয়েছে ইসরায়েল। তবে আসাদ সরকার পতনের নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা আহমেদ আল-শারা (আবু মোহাম্মদ আল-জোলানি নামেও পরিচিত) ইসরায়েলের সামরিক হামলার সমালোচনা করেছেন।যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত ৮ ডিসেম্বর থেকে ইসরায়েল সিরিয়ায় ৪৫০ টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে গত শনিবার সন্ধ্যার পর থেকে ৭৫টি হামলা সংঘটিত হয়।ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় জোলানি বলেছেন—এই হামলাগুলো ‘লাল দাগ’ অতিক্রম করেছে এবং অঞ্চলটিতে উত্তেজনা বাড়ানোর ঝুঁকি সৃষ্টি করেছে। তবে তিনি এটাও বলেছেন, সিরিয়া কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সংঘাতে যেতে চায় না।

উল্লেখ্য, সম্প্রতি জোলানির নেতৃত্বাধীন ইসলামপন্থী হায়াত তাহরির আল-শাম এবং আরও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী আকস্মিক আক্রমণের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ দখল করে নেয়। এ অবস্থায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার রাশিয়ায় পালিয়ে যান। বিদ্রোহী গোষ্ঠীগুলো বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কাজ করছে, যার তাত্ত্বিক প্রধান হিসেবে রয়েছেন জোলানি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)