পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছা উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম এর অর্ধ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এর সহযোগিতায় রোববার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অ্যাওসেড এর প্রকল্প সমন্বয়কারী মাহবুবুর রহমান, সাংবাদিক এন ইসলাম সাগর, অখিল কুমার সরকার, শ্যামাপদ মন্ডল, সুভাষ চন্দ্র মন্ডল, শাহিদা আক্তার, মানিক ভদ্র, সাবিনা ইয়াসমিন, বিশ্বনাথ ভট্টাচার্য, ডাঃ বাসুদেব রায়, স্মিতা মন্ডল, তাহাজিবুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মানিক লাল বসু, ফিল্ড ম্যানেজার তুষার কান্তি বাইন, কৃষি সুপারভাইজার শুভঙ্কর বিশ্বাস, নাসরিন নাহার ও সুপ্রিয়া মন্ডল। সভায় দেলুটির দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, রাড়ুলী জেলে পল্লীর ভাঙ্গন এলাকার বেড়িবাঁধ দ্রুত মেরামত ও বাঁকার বাগ এলাকার জলাবদ্ধতা নিরসনে কালভার্ট নির্মাণ এবং খাল খননে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।