ভারতে ১ বছর সাজা শেষে বেনাপোল দিয়ে ৬ বাংলাদেশী জেলেকে দেশে হস্তান্তর
আঃজলিল:অবৈধভাবে ভারতে প্রবেশ করে মংলা-সুন্দরবন-দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের সুন্দরবন কোস্টগার্ড কর্তৃক আটক ৬ বাংলাদেশী জেলেকে দীর্ঘ ১ বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।আটকরা হলো- মোঃ রাজু সরদার (৩১) পিতাঃ মোঃ জব্বার সরদার, গ্রামঃ ঠেঙ্গামারী, পোস্টঃ রামপাল, থানা+জেলাঃ বাগেরহাট মোঃ ইসরাত খান (৪৮), পিতাঃ মৃত্যুঃ জিন্দার আলী খান , গ্রামঃ কামরাঙ্গার, পোস্টঃ রামপাল,থানা+জেলাঃ বাগেরহাট মোহাম্মদ আলী শেখ (২১), পিতাঃ মোঃ হাসান শিকারী, গ্রামঃ কামরাঙ্গার, পোস্টঃ রামপাল,থানা+জেলাঃ বাগেরহাট মোঃ ইলিয়াস শেখ (৫১) পিতাঃ মৃত্যুঃ মজিদ শেখ, গ্রামঃ শ্রী পালতলা, পোস্টঃ রামপাল,থানা+জেলাঃ বাগেরহাট মোঃ বাবুল রশিদ (৪১) পিতাঃ মোঃ আব্দুর রশিদ,গ্রামঃ কামরাঙ্গার, পোস্টঃ রামপাল,থানা+জেলাঃ বাগেরহাট শেখ রাসেল (৩৬) পিতা মোঃ শেখ মুকাসের, গ্রামঃ বানসাতালী, পোস্টঃ রামপাল,থানা+জেলাঃ বাগেরহাট।
আটকৃতরা বলেন, গত ২৩ ডিসেম্বর ২০২৩ সালে আমরা আটক হওয়ার পর কোস্টগার্ড দমদম থানা পুলিশের নিকট হস্তান্ত করলে কলকাতা, দমদম সেন্ট্রাল কারাগারে ১ বছর সাজা ভোগ শেষে আজ দেশে ফেরত দেন।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া জানান ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ৬জন বাংলাদেশীকে হস্তান্তর করেছে। ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।