পাইকগাছায় জলবায়ু ক্ষয় ক্ষতির ন্যায্য হিস্যার দাবীতে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছায় জলবায়ু ক্ষয় ক্ষতির ন্যায্য হিস্যার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন পাইকগাছা-খুলনা সড়কের উপর এ কর্মসূচি পালিত হয়। বে-সরকারি সংস্থা হেলভেটাস বাংলাদেশ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব-দি রুরাল( ডরপ্) এর সহযোগিতায় মা সংসদ, ওয়াশ বাজেট মনিটারিং ক্লাব ও যুব গ্রুপের পক্ষ থেকে এ মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবঃ অধ্যাপক এমএমএম আজাহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এ্যাডঃ এফএম,এ রাজ্জাক, আয়যোজক কমিটির সমন্বয়কারী পিন্টু চন্দ্র দাশ,মিতা রানী দাশ,মিন্টু অধিকারি,চামেলি বেগমসহ অনেকে। বক্তব্যগণ পাইকগাছায় “জলবায়ু ক্ষয়-ক্ষতির ন্যায্য হিস্যা, নিরাপদ পানি নিশ্চিত করণে ও নদী ভাঙ্গন রোধে সরকারের কাছে পর্যাপ্ত বাজেট দাবী করেন। তা-ছাড়া লবন পানির প্রবেশ রোধ, নদী খনন ও মিঠা পানির উৎস রক্ষা করণের দাবী জানান।