কলারোয়ায় কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবকে খালেদা জিয়া কলেজের ফুলেল শুভেচ্ছা
কামরুল হাসান: কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়ার বেগম খালেদা কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ। মঙ্গলবার সকালে হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়ার বাসভবনে কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিকের নেতৃত্বে কলেজের শিক্ষকবৃন্দ হাবিবুল ইসলাম হাবিবের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় সৌজন্য মতবিনিময়কালে হাবিবুল ইসলাম হাবিব কলেজটির উত্তরোত্তর মঙ্গল কামনা করে বলেন, কলেজ অঙ্গনের শিক্ষা প্রসারে কলেজটি স্বকীয়তা বজায় রেখে শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে অবস্থান করুক। প্রত্যন্ত জনপদের এই প্রতিষ্ঠানটির তিনি সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আজমল করিম, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ বিন হাতেম, রফিকুল ইসলাম, এসএম ইদ্রিস আহমেদ, মোহাম্মদ আলি, রুহুল কুদ্দুস, নাছরিন সুলতানা, জয়গুন নেছা, আমিনুজ্জামান, মমতাজ সুলতানা, জাহাঙ্গীর আলম, ফারুক হোসেন, জাবিদ ইকবাল, সদানন্দ কুমার সরকার, কাজী মাহমুদ হোসেন প্রমুখ।