কর্পোরেট কোম্পানির প্রভাব কমানোর এখনই সময়—— মফিজুল ইসলাম
মোঃ রাহাত রাজা: ডিম, মুরগি এবং খাদ্যের দাম নিয়ন্ত্রণে কর্পোরেট কোম্পানির প্রভাব কমানোর এখনই সময় বলে মন্তব্য করেছেন প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুল ইসলাম।পোল্ট্রি খামারিদের স্বার্থ সংরক্ষণ ও সমস্যা নিরসনের লক্ষ্যে বাংলাদেশ প্রান্তিক পোল্ট্রি শিল্প রক্ষা অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পাবলিক লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুল ইসলাম (মল্লিক)।তিনি বলেন,দেশে একসময় ৩৫ লাখ পোল্ট্রি খামারি ছিল, যা এখন কমে মাত্র ৩০ হাজারে দাঁড়িয়েছে। কর্পোরেট কোম্পানির দৌরাত্ম্যের কারণে প্রান্তিক খামারিরা অস্তিত্ব সংকটে পড়েছে। ডিম, মুরগি এবং খাদ্যের দাম নিয়ন্ত্রণে কর্পোরেট কোম্পানির প্রভাব কমাতে চার দফা দাবি বাস্তবায়ন জরুরি।তিনি বলেন,খামারিদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। পোল্ট্রি শিল্পকে সিন্ডিকেট মুক্ত রাখতে হলে সরকারি হস্তক্ষেপ জরুরি।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব মো. সাইদুর রহমান সাঈদী, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী শরিফুল ইসলাম, জাহিদ হাসান ও আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি মো. শাহিনুর ইসলাম।