র্যাব বিলুপ্ত চায় বিএনপি
অনলাইন ডেস্ক:
দেশ-বিদেশের মহলে র্যাবের কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলে বাহিনীটির বিলুপ্তের সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি। একই সঙ্গে পুলিশকে জনবান্ধব, গ্রহণযোগ্য আচরণ ও বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই মধ্যে সরকারের পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি।
সুপারিশগুলোর মধ্যে আরও রয়েছে- চার ধাপের পরিবর্তে দুই স্তরে পরীক্ষায় পুলিশ নিয়োগ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের নেতৃত্বে ইউনিয়নভিত্তিক কমিউনিটি পুলিশিং, পুলিশ সদস্যদের প্রশিক্ষণ ইত্যাদি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, র্যাব দিয়ে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। একই সঙ্গে লঙ্ঘন হয়েছে মানবাধিকারও।
এই বিএনপি নেতা বলেন, গত ১৬ বছরে দেশের সবকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার সরকার। এরমধ্যে পুলিশ প্রশাসন একটি। পুলিশ প্রশাসনের গুম-খুন, অন্যায় আর অনিয়মের কারণে মানুষের আস্থা হারিয়েছে।
এসময় তিনি জানান, পুলিশ প্রশাসন সংস্কারে অন্তর্বর্তী সরকার কমিটি গঠন করলেও বিএনপির কাছে কোনো সুপরিশ চায়নি। তারপরও বিএনপির পক্ষ থেকে একটি সুপারিশমালা দেওয়া হয়েছে।
হাফিজ বলেন, পুলিশের কর্মকাণ্ড মানুষের কাছে প্রশ্নবিদ্ধ। তারপরও পুলিশ বাহিনী ছাড়া দেশ চলতে পারে না। তাই পুলিশ প্রশাসন কমিশন গঠন করার সুপারিশও করা হয়েছে।
৪৮৮ জন পুলিশ কর্মকর্তা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। তাদের সবাই অপরাধী। তাদের সেনানিবাসে আশ্রয় দেওয়া ঠিক হয়নি বলেও মনে করেন মেজর হাফিজ।
শেষে হাফিজ বলেন, অন্তর্বর্তী সরকার সুপারিশগুলো আমলে না নিলেও বিএনপি ক্ষমতায় এলে তারা এসব প্রস্তাবনা বাস্তবায়ন করবে। বিএনপি পুলিশকে নিরপেক্ষ বাহিনী হিসাবে গড়ে তুলবে।