তালার ইউপি চেয়ারম্যান লাল্টু গ্রেপ্তার
তালা প্রতিনিধিঃ চাঁদাবাজি অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার খেরশা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে খেরশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া চেয়ারম্যান হরিহরনগর গ্রামের আবু বক্করের ছেলে। তিনি খেরশা ইউপি চেয়ারম্যান হিসাবে দ্বায়িক্ত পালন করছেন।
স্থানীয়রা জানায়, সন্ধ্যর দিকে তালা থানা পুলিশ তাকে ইউনিয়ন পরিষদের পাশে থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপরে তাকে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো.শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় চাঁদবাজির মামলা রয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
Please follow and like us: