দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ে সাতক্ষীরায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি ঃ বর্তমান প্রেক্ষাপটে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ে ব্যবসায়ী ও সরকারী-বেসরকারী স্টেকহোল্ডারদের সাথে সাতক্ষীরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরার আয়োজনে রবিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার মন্ত্রানালয় সাতক্ষীরার উপ-পরিচালক মাসরুবা ফেরদৌস।
জেলা ক্যাবের সভাপতি ফেরদৌসী সুলতানা’র সভাপতিত্বে এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক পারভীন আক্তারসহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় বক্তরা বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা আশা করি ব্যবসায়ীরা মুনাফা করবেন, এটা ঠিক। কিন্তু সেটা যেন অবশ্যই যৌক্তিক পর্যায়ে থাকে। এজন্য নিজেদের নৈতিকতা উন্নয়নের উপর জোর দিতে হবে। এছাড়া ভোক্তাদেরও আরো সচেতন হওয়ার গুরুত্ব আরোপ করে বক্তারা আরো বলেন, বাজারে কোন জিনিসের সংকট হলেই অনেকেই তা ক্রয়ের জন্য হুমড়ি খেয়ে পড়েন। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।