কালিগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
হাফিজুর রহমান : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামে
আয়ান তোহা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় সে। নিহত শিশু সুলতানপুর গ্রামের রাজমিস্ত্রি শেখ আতিকুর রহমানে ছেলে।
নিহত শিশুর বড় চাচা খালেক মাসুদ জানান, তোহা প্রতিদিন সকালে তার দাদা আজিজুর রহমানের সঙ্গে সাথে চা-বিস্কুট খেতে পাশে বাজারে যেত। ঘটনার দিন সকালে তোহার দাদা বাজার থেকে বাড়ি ফেরে তখন সাথে কেউ ছিলো না ।পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির উঠানের পাশে পুকুরের দিকে গেলে তোহাকে ভাসতে দেখা যায়। পরে তোহাকে নিয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Please follow and like us: