সাতক্ষীরায় জেলা মানবাধিকার সুরক্ষাদলের মাসিক সভা
প্রেস বিজ্ঞপ্তি:বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রিইব’ এর সাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষাদলের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের পলাশপোল এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা মানবাধিকার সুরক্ষাদলের সভাপতি অ্যাড. মো. আল মাহমুদ পলাশের সভাপতিত্বে শুরুতে প্রকল্পের এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা করেন। সাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষাদলের সদস্য সচিব হোসনেয়ারা খাতুনের সঞ্চালনায় বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও এর সমাধানের উপায় তুলে ধরে বক্তব্য রাখেন অ্যড. পলাশ মাহমুদ, গৌরপদ দাস, ভারতেশ্বরী বিশ্বাস, মোঃ বেলাল হোসাইন, মো. আবু বক্কর সিদ্দিকী, মাহফুজা পারভীন, কবিতা দাস, চায়না রানী দাস, আকবর আলী, দুলাল চন্দ্র দাশ, আসুলতা দাস, সুষুমিতা দাস, রেখা দাস, তাছলিমা খাতুন, পবন দাস, পলাশ দাস, মোঃ জিয়াউর রহমান, মোঃ হারুন-অর রশিদ, রুমানা মাহমুদ, মোঃ আলতাফ হোসেন, কান্তা বিশ্বাস,তাসলিমা খাতুন শিল্পী, মোঃ জুলফিকার রায়হান মোঃ শাহজাহান সিরাজ সৌহদ্য প্রমুখ। সভায় সদস্যদের উপস্থাপিত বক্তব্যের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার সামাজিক সমস্যাসমূহ চিহ্নিককরণ ও এর প্রতিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষাদলের সদস্যদের জরুরীসেবা হটলাইন নম্বরসমূহ প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা মানবাধিকার সুরক্ষাদলের মাসিক সভায় নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।