সাতক্ষীরা মুক্ত দিবস পালিত
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় সাতক্ষীরা মুক্ত দিবস পালিত হয়েছে।শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলা শহরের পোস্ট অফিসের মোড়স্থ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, সাবেক জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু,সাবেক জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, এ্যাড.নুরুল আলম, তবিবর রহমান, মো.আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা সাধারণ সম্পাদক এস এম শরীফ উদ্দীন,কাজী মিঠু প্রমূখ।
এসময় প্রধান অতিথি বলেন,সভাপতি আমাদের মুক্তিযুদ্ধে শেখ মুজিবর রহমান , এম এ জি ওসমানি জিয়াউর রহমান কারো অবদান কম না।যুদ্ধের সময় মুত্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়েছে।সাতক্ষীরাতে যুদ্ধের সময় অনেক শহীদ হয়েছে । আজ যারা সমনে আছেন তারা বীর।দেশে ৫তারিখের পর নতুন সরকারের দ্বায়িক্ত নিয়েছেন ড.মুহাম্মদ ইউনুস।আমারা এখন সকলে মিলে দেশ গড়ব।মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কারো কোন দ্বীমত নেই। দেশে বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে সকলে ঐক্যবদ্ধ ভাবে রুখে দেব।
উল্লেখ্যঃ ১৯৭১ সালের ৭ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় সাতক্ষীরা।