আশাশুনির দুর্নীতিবাদ এআরডিও মোস্তাফিজুরকে অবশেষে বদলী

আশাশুনি প্রতিনিধি:

বহু দোষে দুষ্ট ও একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত আশাশুনি উপজেলার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানকে অবশেষে বদলী আদেশ করা হয়েছে।

সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান আশাশুনিতে যোগদানের পর থেকে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। আওয়ামী রাজনীতির ক্ষমতার দাপট দেখিয়ে এবং পরিবারের সদস্য কর্মকর্তা হওয়াসহ উর্ধতন কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক থাকার জোর দেখিয়ে নানা অপকর্ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ বাণিজ্যের মহোৎসবে পরিণত করেছিল অফিসকে। গড়ে তুলেছিল নিজের অফিসকে অপরাধের স্বর্ণরাজ্যে। এরই ফলশ্রুতিতে তৎকালীন আরডিও আবু বিল্লাল হোসেনকে বদলীতে তার খরগহস্ত জড়িত ছিল বলে প্রচার রয়েছে। অভিযোগ রয়েছে তার কর্মকান্ডের দোসর হিসাবে কাজ করে এসেছেন ইউসিসিএ’র সভাপতি মোঃ মনিরুজ্জামান। আবার তার সহযোগিতা নিয়ে সভাপতিও নানা অপকর্ম ও দুর্নীতির জালবুনে স্বার্থসিদ্ধি করে এসেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বহু প্রিন্ট ও অন লাইন মিডিয়ায় এআরডিও মোস্তাফিজের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য অর্থ আত্মসাৎ ও দুর্ব্যবহারের অভিযোগ এবং ইউনসিসিএ লিঃ এর দুর্নীতিবাজ ও অনিয়ম অসদাচরণকারী কর্মকর্তাদের (সভাপতি ও এআরডিও) দৌরাত্ম্য, কার্যকরী কমিটির ৫ সদস্যের পদত্যাগ, নিয়ম অমান্য করে কমিটি পূর্ণাঙ্গ না করে নিয়ম বহির্ভূত কমিটি নিয়ে কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এতকিছুর পরও অভিযুক্তরা তাদের বস্তাভরা অপরাধ ঢাকতে ছলচাতুরি ও জালজালিয়াতির মধ্যদিয়ে ছাপাই গাওয়া শুরু করলে পদত্যাগকারী সদস্যবৃন্দ সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগে অনঢ় অবস্থান ও দাবীর কথা পাবলিশ করেন। এবং উর্ধতন কর্তৃপক্ষ বরাবর লিখিত ও দালিলিক প্রমাণাদি পেশ করে প্রতিকারের আবেদন করেন। ঢাকা থেকে উর্দ্ধতন কর্মকর্তা সরেজমিন তদন্তে আসলে পদত্যাগকারীরা তাদের পদত্যাগপত্রের ফটো কপি, রিসিভট কপি, প্রকাশিত সংবাদপত্রসহ অভিযোগে স্বপক্ষের প্রমাণাদি উপস্থাপন করেন।

তদন্ত শেষে পল্লী উন্নয়ন বোর্ড ঢাকা বাংলাদেশ এর উপ পরিচালক (প্রশাসনিক) মোহাম্মদ মহিদুর রহমান মোল্লা গত ৪ ডিসেম্বর — ১২২৪৩ নং স্মারকে এক পত্রে এআরডিও মোঃ মোস্তাফিজুর রহমানকে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় বদলী করেছেন। বদলী আদেশ পাওয়ার পর ভুক্তভোগিসহ অফিস পাড়ায় আনন্দের জোয়ার বইতে শুরু করেছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)