জেলা ট্রাক ট্যাংকলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা ট্রাক ট্যাংকলরী ( দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা- ৭৬৪) এর ত্রি-বার্ষিক নির্বাচনে মোস্তফা- মজনু পরিষদের প্যানেল পরিচিতি ও শ্রমিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নারিকেলতলাস্থ শ্রমিক ইউনিয়ন চত্বরে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় মোস্তফা- মজনু পরিষদের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শেখ মাসুম বিল্লাহ শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সহ-সভাপতি আলী শাহীন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, মো. জিয়াউর রহমান মিশন, পৌর যুবদলের সদস্য মামুন রানা সবুজ। এসময় আরো বক্তব্য রাখেন, মোস্তফা – মজনু পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মজনু সরদার , সহ-সভাপতি প্রার্থী রেজাউল ইসলাম রেজা, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল সালাম, সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী মো. বাবলু রহমান, স্বতন্ত্র সভাপতি পদ প্রার্থী মো. আমিনুর রহমান, স্বতন্ত্র সহ- সভাপতি পদ প্রার্থী মো. মামুন শেখ, স্বতন্ত্র সাধারণ সম্পাদক পদ প্রার্থী কাজী আহাদ প্রমুখ। এসময় বিভিন্ন প্যানেলের প্রার্থীগন উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, পৌর বিএনপিনেতা এড. আবিদুর রহমান মুন্না।