অধস্তন আদালতের ও ট্রাইব্যুনালের কর্মচারীদের ন্যায্য দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন
স্টাফ রিপোর্টার:
অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীগণের ন্যায্য দাবি অবিলম্বে বাস্তবায়নের ২দফা দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার সকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে মানববন্ধনে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি হারাধন কুমার রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলিম।
এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের গাজী,সহ-সভাপতি ইসমাইল হোসেন,সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।
Please follow and like us: