আশাশুনির নওয়াপাড়ায় আজিমুশ্বান মাহফিল অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার নওয়াপাড়ায় আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নওয়াপাড়া আহলে হাদীছ নতুন জামে মনজিদ চত্বরে এ মাহফিলের আয়োজন করা হয়। মসজিদ কমিটি ও এলাকাবাসীর আয়োজনে মাহফিলে প্রধান বক্তা ছিলেন, সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা শাইখ আল-আমিন বিন আব্দুস সালেক (বগুড়া)। প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক আলহাজ্ব গাউসুল হক রাজ। বিশেষ বক্তা ছিলেন, পিচ টিভির সাবেক আলোচক শাইখ জাহাঙ্গীর আলম এসলাহী ও সাতক্ষীরা ইসলামি একাডেমীর শিক্ষক মাওলানা মাসুদ রেজা বিন আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব আঃ রব, সমাজ সেবক মেহেদী হাসান প্রমুখ। আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন, জামে মনজিদের ইমাম মাওঃ জি এম ফজলুর রহমান।