শ্যামনগরে ইউপি চেয়ারম্যান বাবু গ্রেপ্তার
শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ভ‚রুলিয়া ইউপি চেয়ারম্যান ও কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ.কে.এম জাফরুল আলম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে শ্যামনগর উপজেলার জাহাজঘাটা ব্রিজের নিকট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দোকান ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে শ্যামনগর থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান এ.কে.এম জাফরুল আলম বাবু শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের এসএম জালাল উদ্দীনের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামনগর থানায় দায়ের করা দোকান ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার পলাতক আসামী ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু উপজেলার জাহাজঘাটা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালান। এসময় জাহাজঘাটা ব্রিজের নিকট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার কাছ থেকে বিস্ফোরক দ্রব্য ও দোকান ভাংচুরের মালামাল উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান গ্রেপ্তারকৃত আসামীেেক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।