শ্যামনগরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা
মোঃ আলফাত হোসেনঃ বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির শ্যামনগর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এল এম এ এফ পি ট্রেনিং সেন্টার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাফেজ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ডাঃ মোঃ আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস ড্রাগিস্টস সমিতির সাতক্ষীরা জেলা কমিটির সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ আবু কওছার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব ডাঃ মোঃ লোকমান হোসেন,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জি,এম,আমিনুর রহমান, মোঃ গোলাম সারোয়ার,মোঃআবুল বাসার,আলহাজ্ব নুরুল আমিন,মোঃআনিসুজ্জামান শেখ বদরুদ্দোজা বদু,মোঃ কামরুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল মাসুদ,ডাঃ মোঃ রুহল আমিন।শ্যামনগর উপজেলা ফারিয়ার সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু,মোঃ আবু নাইম।
আইন মেনে সমিতির সকল প্রকার নিয়ম নীতি মেনে চলার আহ্বান জানান। দীর্ঘ ২ ঘন্টার আলোচনায় উপজেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির মালিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন নেতৃবৃন্দ। তারা বলেন ওষুধ কোম্পানি গুলো বিভিন্ন সময় মেয়াদ উর্ত্তিন্ন ওষুধ ফিরিয়ে নিতে বিলম্ব এবং পূনরায় এসব ওষুধ বদলি করে আনতে দীর্ঘ কালক্ষেপন করে থাকেন। এজন্য তারা প্রচুর লোকসানের সন্মুখীন হয়ে থাকেন। এছাড়া শ্যামনগর উপজেলা কেমিস্টস্ ড্রাগিস্টস সমিতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকলের প্রতি উদত্ত আহ্বান জানান।
সকল সমস্যা নিরসনে সবাইকে মতবিরোধ ভুলে গিয়ে ব্যাবসায়ী হয়ে এক অপরের বিপদ আপদে সমন্বিত ভাবে কাজ করার জন্য সকলের দৃষ্টি কামনা করেন।
Please follow and like us: