বেনাপোল স্থলবন্দরে ৮৯১ শ্রমিক ইউনিয়নের “বিশেষ সাধারণ সভা’ অনুষ্ঠিত
মো: সাগর হোসেন:বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৮৯১ এর “বিশেষ সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় সংগঠনটির পরবর্তী নির্বাচনের তারিখ,নির্বাচন পরিচালনা কমিটি নির্ধারণে আহবায়ক কমিটি গঠন এবং নির্বাচন পরিচালনা কমিটি’র নাম ঘোষনা করা হয়।মঙ্গলবার(২৬ নভেম্বর) সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দরের ৭ নং গেইট এবং ৪২ নং গোডাউনের সম্মুখে অবস্থিত শ্রমিকদের বিশ্রামাগার হল রুমে অনুষ্ঠিত ৮৯১ নং এর “বিশেষ সাধারণ সভা”অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির বর্তমান সভাপতি-মো.আক্তার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শ্রম অধিদপ্তরের কর্মকতা (খুলনা)র গণেশ চন্দ্র বসু।বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন-বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি,বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী।সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮৯১ এর সদস্য-আমির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সচিব-মো.রেজাউল ইসলাম।অনুষ্ঠানে ৮০০ শ্রমিক সম্বলিত সংগঠনটির বর্তমান কার্যপ্রনালী ও হিসাব-নিকাশ নিয়ে স্বাগতিক বক্তব্য রাখেন ৮৯১ এর সভাপতি-মো.আক্তার হোসেন। এসময় বক্তব্য রাখেন, সদস্য-আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক-মাকসুদুর রহমান রিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক-সাহাবুদ্দিন আহম্মেদ।অনুষ্ঠানে উত্থাপিত হওয়া সংগঠনটির বিভিন্ন কর্মপরিকল্পনা এবং শ্রমিকদের সুবিধা-অসুবিধার বিষয়ের উপর বক্তব্য দেন বিশেষ অতিথি-এ কে এম আতিকুজ্জামান সনি,মো.সহিদ আলী। সভায় উপস্থিত সকল শ্রমিক সদস্যদের সম্মতিতে ঘোষিত নির্বাচন আহবায়ক কমিটি গঠন করা হয়।