তালা উপজেলা ইসলামকাটি হতে মনোহরপুর ঋষিপাড়া পর্যন্ত রাস্তাটি মরণফাদে পরিণত

আতাউর রহমান:তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদ হইতে মনোহরপুর ঋষিপাড়া রাস্তাটি মরন ফাঁদে পরিণত হয়েছে। পথচারীদের চলাচলে ও যানবাহন চলাচলে নিত্যনৈতিক দুর্ঘটনা শিকার হচ্ছে। সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবত সংস্কার না করায় এই রাস্তাটি খানাখন্দকে পরিনত হয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় এই রাস্তা চলা চলের অনুপযোগী হয়ে পড়েছে স্থানীয়রা জানান এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। এ রাস্তা দিয়ে চলাচল করে একজন পথচারী কাজিডাঙ্গা গ্রামের গফফার মোড়ল বলেন আমাদের এই এলাকাটি বন্যা কবলিত এলাকা ঘোনা, নারানপুর, কাজিডাঙ্গা, ভবানীপুর, খরাইল, বারাত, প্রতিবছর রাস্তার পাড়ে এক থেকে দেড় ফুট পানি জমে থাকে যে কারণে রাস্তাটি এই খানা খন্দকে পরিণত হয়েছে তিনি আরো বলেন এই রাস্তাটি সংস্কার হওয়া খুবই প্রয়োজন। অন্য একজন পথচারী ঘোনা গ্রামের হযরত সরদার বলেন বিগত এম পি হাবিবুর রহমান হাবিব সাহেবের আমলে এই রাস্তাটি প্রথমে নির্মাণ করা হয়। তারপর থেকে বিগত সরকারের আমলে ১৭ বছর বছর পর্যন্ত কোন সংস্কার হয়নি। তাই দ্রুত এই রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।রাস্তাটি একটি জনবহুল রাস্তা হলেও দায়িত্বে যারা আছেন এই রাস্তাটি কারোর কখনো চোখে পড়েনি এলাকাবাশি আরও বলেন ৫ বছর এম পি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান ১০ বছর এম পি অ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ এই তালা কলারোয়া এমপি ছিলেন কখনো আমাদের খোজ খবর রখেনি কখনো দেখেনি আমরা কেমনআছি আমাদের রাস্তা ঘাট আছে কি নেই। তালা থেকে এই রাস্তা দিয়ে পাটকেলঘাটা যাওয়া অতি সহজ হওয়ার কারণে এই রাস্তাটি সবসময় বহু মানুষের চলাচল করে। এই রাস্তাটির ব্যাপারে ইসলামকাটি ইউনিয়নের চ্যায়ারম্যন গোলাম ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলে আমি এই রাস্তাটি নিয়ে বহু জায়গায় কথা বলেছি আপনাদের লেখনীর মাধ্যমে রাস্তাটির কথা তুলে ধরলে আমাদের কাজ করা সহজ হয়। এলাকাবাসীর দাবি এই রাস্তাটির সংস্কার করা হোক।
রাস্তাটির বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী জনাব রথীন্দ্রনাথ হালদার এই প্রতিবেদককে জানান আমি জেনেছি এই রাস্তাটি আসলেই সংস্কার করা প্রয়োজন উদ্ধতন কর্মকর্তাকে বলে এই রাস্তাটি সংস্কার করার ব্যবস্থা করিবো।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)