তালায় আলো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি:তালায় ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশ সংস্থার আলো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস (আলো) প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের প্রোগ্রাম ও অপারেশন ম্যানেজার সিলভেস্টার মিকাইল মধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। সংশ্লিষ্ট প্রকল্পের ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার তানিয়া মজুমদারের সঞ্চালনায় সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সংস্থার প্রোগ্রাম ডেভলপমেন্ট ও মেল ম্যানেজার জেমস লিটন হালদার। এবং আরও উপস্থিত ছিলেন আলো প্রকল্পের প্রজেক্ট অফিসার-রনজিত দাস ও মিল অফিসার -সৈয়দ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, আইসিটি কর্মকর্তা রেজাউল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বিকাশ মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ জিল্লুর রহমান প্রমূখ। সভায় শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ঈমাম, পুরোহিতসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।