শ্যামনগরে সরকারি সেবায় স্থানীয় জনগোষ্ঠীর প্রবেশাধিকার নিশ্চিতে সংলাপ
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে সরকারি-বেসরকারি সেবায় প্রবেশাধিকার নিশ্চিতকরণ ও সমস্যা সমাধানে স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ নভেম্বর) শ্যামনগর অফিসার্স ক্লাবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই সংলাপের আয়োজন করে।সংলাপে উপজেলা সবুজ সংহতির সদস্য কৃষক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও বারসিক কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার।
অনুষ্ঠানে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা সরকারি-বেসরকারি দপ্তরের সেবা প্রাপ্তিতে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তারা বলেন, সমাজের প্রান্তিক মানুষেরা এসব সেবা সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবগত নয়। সেবা প্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে না জানায় তারা সেবা বঞ্চিত হন, হন হয়রানির শিকার।পরে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত বিশ্বাস এবং মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সাবরিন সুলতানা, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন তাদের বক্তব্যের মাধ্যমে নিজ নিজ দপ্তরের সেবা সম্পর্কে বর্ণনা করেন ও প্রাপ্তির প্রক্রিয়া তুলে ধরেন।