সাতক্ষীরায় বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি ঃ বিশ্ব টয়লেট দিবস-২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংগঠন আশা’র সহযোগী সংস্থা হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের সুলতানপুর দ্য পোল স্টার পৌর হাইস্কুল থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এইচপি এর নির্বাহী পরিচালক ইফতেখার আহমেদ খান।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: সফিকুল ইসলাম, আশা খুলনা বিভাগের এডিশনাল ডিভিশন ম্যানেজার এ.কে.এম সেলিম আল রেজাসহ অন্যান্যরা।
প্রধান অতিথি ইফতেখার আহমেদ খান টেকসই ও স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবহার করে সামাজিক পরিবর্তনে ছাত্র-ছাত্রীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারের ফলে মল ও পানিবাহিত রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। আর একটি স্বাস্থ্য সম্মত টয়লেট মানুষকে সুস্থ জীবন দেয়। একটি স্বাস্থ্য সম্মত ও পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট মানুষের রুচির বহিঃপ্রকাশ ঘটায়। তাই আধুনিক মানুষদের জন্য প্রয়োজন আধুনিক স্যানিটেশন ব্যবস্থা।
জাতিসংঘ ঘোষিত ২০৩০ সালের মধ্যে বিশ্বে সবার জন্য পরিচ্ছন্ন শৌচাগারের লক্ষ্যে ২০২৪ সালের এবারের বিশ^ টয়লেট দিবসের থীম “টয়লেট শান্তির জায়গা”। সভায় প্রায় ৩৫০ জন্য ছাত্র-ছাত্রী, এলাকাবাসী, স্যানিটেশন উদ্যোক্তা এবং সহযোগী সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে বক্তাগণ বিশ^ টয়লেট দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।