সেনাবাহিনী দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় খড়গ নেমে আসছে কাগজপত্রহীন অভিবাসীদের ওপর। একের পর এক দুঃসংবাদ শুনছেন তারা। এবার অবৈধ অভিবাসীদের বের করে দিতে দেশটিতে জরুরি অবস্থা জারি এবং সামরিক বাহিনীকে ব্যবহার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। স্থানীয় সময় সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রক্ষণশীল এক অধিকারকর্মী বলেন, অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার প্রকল্পে হস্তক্ষেপ করেছিলেন বাইডেন। তা আবার আগের অবস্থায় ফেরাতে জরুরি পরিস্থিতি জারি ও সামরিক বাহিনীকে ব্যবহারের প্রস্তুতি নিয়েছেন ট্রাম্প। পরে ওই পোস্ট শেয়ার করে, এর সত্যতা নিশ্চিত করেন ট্রাম্প। এর আগে নির্বাচনী প্রচারেও, এমনটি জানিয়েছিলেন রিপাবলিকান এই নেতা।
মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা অন্তত ২ কোটি পরিবারের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।