শ্যামনগরে কাঁচামালের দাম আকাশ ছোঁয়া,অস্বস্তিতে দিনমুজুর মানুষ
মোঃ আলফাত হোসেনঃ সাতক্ষীরার শ্যামনগরের প্রতিটি বাজারে উঠেছে শীতকালীন সবজি। কিন্তু দাম চড়া, নতুন এসব সবজির দাম ৭০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে অস্বস্তিতে রয়েছে ক্রেতা সাধারণ দিনমুজুর সাধারণ।রীতিমত বাজার অস্থির করে তুলেছে বেগুন, করলা, শিম, বরবটি ও কাঁকরোল, টমেটো ও ফুলকপি। কারণ গত বছরের তুলনায় চলতি মৌসুমে শীতকালীন শাক-সবজির দাম প্রায় দ্বিগুণ বলে অভিযোগ ক্রেতাদের।সোমবার ( ১৮ই অক্টোবর) শ্যামনগরের নকিপুর,ভেটখালী, নুরনগর,মুন্সিগঞ্জ,হরিনগর,পরানপুর,যাদবপুর,বাজার গিয়ে দেখা যায় এমন চিত্র। বাজারে সব শাকসবজির দামই যেন আকাশ ছোয়া।বাজার ঘুরে দেখা গেছে, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, ঝিঙা ৬০ টাকা, ধুন্দুল ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৬০ টাকা, করলা ৯০ টাকা, শসা ৮০ টাকা, শিম ৮০ টাকা, কচুর মুখি ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, টমেটো ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা, গাজর ১২০ টাকা, মুলা ৬০ টাকা, ছোট সাইজের ফুলকপি পিস ১২০ টাকা, কাঁকরোল ৯০ টাকা এবং কাঁচামরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শ্যামনগরের ভেটখালী বাজারে বাজার করতে আসা একজন দিনমজুর ভ্যানচালক বলেন, সবজির দাম খুব বেশি। মেসে থাকি, লেখাপড়ার জন্য বাড়ি থেকে মেপে টাকা পাঠান। এতো দাম দিয়ে সবজি কিনবো কিভাবে?এদিকে সবজির দামের বিষয়ে শ্যামনগর এর নুরনগর বাজারের সবজি বিক্রেতা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, গেল কয়েক বছরের তুলনায় এবছর সবজির দামটা অনেক বেশি। কারণ এবছর উৎপাদন কম। এজন্য বেশি দামে কিনতে হচ্ছে।