জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর নিরাপদ পানি প্রকল্পের সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি প্রকল্পের ‘প্রকল্প ওভারভিউ’ আলোকপাত বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল হল রুমে দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ও উত্তরণের সহযোগিতায় এ সভায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোয়াইব আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার মো.তরিকুল ইসলাম, ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। সভায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ এবং এলাকা সম্প্রসারণ সহ ভবিষ্যৎ পরিকল্পনার বিশদ বিবরণ তুলে ধরেন উত্তরণ প্রকল্প সমন্বয়কারী এস মোহাম্মদ আলী।এসময় আরো উপস্থিত ছিলেন ধুলিহর, ফিংড়ি, ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও প্রতিনিধি সহ উত্তরণের প্রকল্প কর্মীরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোয়াইব আহমেদ জলাবদ্ধতা নিরসনে একযোগে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বৃষ্টির পানি সংরক্ষন করতে হবে।ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়ানোর জন্য সকলকে উৎসাহিত করতে হবে যাতে করে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ সহজে পানি পেতে পারে।