শহীদ আব্দুল্লাহ’র স্মরণে বেনাপোলে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
মো: সাগর হোসেন:বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,বেনাপোলের উদ্যোগে জুলাই-আগষ্ট/২০২৪ গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত ঢাকা সরোওয়ার্দি কলেজের পলিটিক্যাল সায়েন্স, অনার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী বেনাপোলের কৃতি সন্তান শহীদ বীর মো. আব্দুল্লাহ’র স্মরণে বেনাপোলে শোক র্যালি, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।রবিবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টারে উপরোক্ত অনুষ্ঠান কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-শহীদ বীর মো. আব্দুল্লাহ’র পিতা- মো.আব্দুল জব্বার,মাতা-মারিয়া খাতুন।পবিত্র কোরআন তেলাওয়াতের পর শোক সভার আলোচনা শুরু করা হয়। এতে সভাপতিত্ব করেন-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শার্শা এবং বেনাপোলের ছাত্রদের নেতৃত্বদানকারী শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক-স্যার,আব্দুল মান্নান। আলোচনায় অংশ নেন-নুসরাত ইয়াসমিন(সহকারী কমিশনার,ভূমি,শার্শা,যশোর),বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া।এছাড়াও অংশ নেন-হারুন-অর-রশিদ-প্রধান শিক্ষক-বেনাপোল শিশু একাডেমি,মো.আহসানুল কবির তুহিন(প্রধান শিক্ষক,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়),মোখলেছুর রহমান(সিনিঃ শিক্ষক,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়),মো.আহসানুল কবির(সিনিঃ শিক্ষক,বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়),মো.মহসিন আলী(অধ্যক্ষ,বেনাপোল এম ইউ ফাজিল মাদ্রাসা,বেনাপোল),বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব- রায়হানুজ্জামান দিপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন- মো.গালিব, মো.পারভেজ,মো.বনি, মো. সাইদ, শিপু, আকাশ সহ যশোর জেলা সদর থেকে আগত বৈষম্য ছাত্র নেতৃবৃন্দ অংশ নেন।আলোচনা শেষে শহীদ বীর মো.আব্দুল্লাহ’র আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন-শিক্ষক রেজাউল করিম।অনুষ্ঠান শেষে আব্দুল মান্নান স্যারের নেতৃত্বে শোক র্যালি বের করা হয়। র্যালি টি বেনাপোল পৌর বিয়ে বাড়ী থেকে শুরু করে বেনাপোল বাজার এলাকা এবং বেনাপোল স্থলবন্দর এলাকা হয়ে বৃহৎ এই র্যালি টি পুণরায় পৌর বিয়ে বাড়ী প্রাঙ্গণে ফিরে আসে। র্যালি তে ডিগ্রী কলেজ,উচ্চ মাধ্যমিক কলেজ,কলেজিয়েট স্কুল,সরকারী এবং বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও সকল কিন্ডার গার্ডেনের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।