পানিয়ার ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হাফিজুর রহমান :সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল ৪ দলীয় অর্ধলক্ষ্য টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় টাইব্রেকারের মাধ্যমে শ্যামনগর ফুটবল একাডেমি ৩-২ গোলে কালিগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করেছে। প্রথমার্ধ ও দ্বিতীয় আর্ধ খেলা গোলশূন্য থাকলে টাইব্রেকারের মাধ্যমে শ্যামনগর ফুটবল একাডেমি কালিগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে। রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৪ টায় ঐতিহ্যবাহী পানিয়া জনকল্যাণ সমিতির ফুটবল ময়দানে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার গ্রহণ করেন শ্যামনগর ফুটবল একাডেমির আকরামুজামান (লিটন), সেরা গোলকিপারের পুরস্কার গ্রহণ করেন আমির হোসেন (জিকো)। ওরআয়োজকরা বলেন, এলাকাবসিকে আনন্দ দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। এই টুর্নামেন্টের মাধ্যমে কিছুটা হলেও এলাকার সাধারন মানুষের মনে আনন্দ ফিরে আসবে।
টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আব্রাহাম লিংকন, হুমায়ুন কবীর, শাওন, অর্জুন, আব্দুল্লাহ, রায়হানসহ পানিয়া জনকল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ। এদিন মাঠে খেলা দেখতে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন। খেলাটির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন মুর্শিদ এলাহি বাবু ও সহযোগী হিসাবে দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম, তাউর রহমান ও মমিনুর রহমান।