কালিগঞ্জের উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আলম বাবুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে ছাত্র-ছাত্রী অভিভাবকদের বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টারঃ জন্মদিন পালনের নামে ছাত্রীদের গোপন কক্ষে ডেকে নিয়ে সেলিব্রেটের নামে যৌন হেনস্থা সহ নিয়োগ বাণিজ্য সহ নানা বিধ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীঅভিভাবক এবং এলাকাবাসী এক প্রতিবাদ ও বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ করে প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস পুলিশ ফোর্স নিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে বিক্ষিপ্ত ছাত্র-ছাত্রী এবং অভিভাবক এলাকাবাসীর কবল থেকে প্রধান শিক্ষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় । ঘটনাটি ঘটেছে গত রবিবার( ১৭ নভেম্বর) বেলা ১১ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশ পুর ইউনিয়নের নিজদেবপুর উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এর আগেও প্রধান শিক্ষক ইকবাল আলম বাবুর বিরুদ্ধে একাধিক নারি কেলেঙ্কারির অভিযোগ ও ছাত্রী ধর্ষণের এবং গর্ভপাত ঘটনার অভিযোগ রয়েছে। গত কয়েক মাস আগে উপজেলা পরিষদ নির্বাচনের সময় শামনগর উপজেলায় ১ গৃহ বধূকে নিয়ে ভর্তি করার সময় জনগণ ও পুলিশের হাতে গ্রেফতার হয়ে মোটা অংকের টাকায় মুচলেকা দিয়ে ছাড়া পায়। ভুক্তভোগী নবম শ্রেণীর তিন শিক্ষার্থী সাংবাদিকদের জানায় জন্মদিন পালনের নামে গোপন কক্ষে ডেকে নিয়ে তাদেরকে যৌন হেনেস্তা করে যৌনপিপাসু প্রধান শিক্ষক। অভিভাবকরা জানান প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু এবং তার দুই ভাই নানা ধরনের অপকর্ম, দখলবাজ, সুদখোর এবং শতকোটি টাকার সুদের ব্যবসা পরিচালনা করে সাধারণ মানুষদের হয়রানি করে আসছে। বিক্ষোভ সমাবেশ চলাকালীন প্রধান শিক্ষক এবং তার পরিবারের বিরুদ্ধে লিফলেট বিতরণ করতে দেখা যায় । ঘটনা সম্পর্কে প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু জানান তার বিরুদ্ধে এটা একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে চাকরি চুত্য করার প্ পায়তারা চালাচ্ছে। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত বিশ্বাস জানান বিষয়টি নিয়ে অভিভাবক ছাত্রছাত্রী দের সঙ্গে কথা বলে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।