তালায় মংস্য খামারের বেড়িবাঁধ কেটে দেওয়া,ক্ষতিগ্রস্ত খামারি
ফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলায় মংস্য খামারের বেড়িবাঁধ কেটে দেওয়া ক্ষতিগ্রস্ত হয়েছে খামারি। শুক্রবার(১৫নম্ভেবর) মধ্য রাতে উপজেলার মাগুরা ইউনিয়নের কাশিদা বিলে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী খামারি হলেন,বালিয়াদহ গ্রামের মতৃ:আব্দুল মজিদ মোড়লের ছেলে সোহাগ মোড়ল।সোহাগ মোড়ল বলেন,আমার ১৪ বিঘা মংস্য খামারে কে বা কারা বেড়িবাঁধ কেটে দিয়েছে। পাশর্বর্তী মংস্য খামারি ইকবাল মোড়ল সকালে ফোন করলে আমি জানতে পারি। পরে খামারের গিয়ে দেখি চার থেকে পাঁচ হাত বেড়িবাঁধ কেটে দিয়েছি। ফলে আমার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এবার ৪ থেকে ৫ লক্ষ টাকা ব্যয় করে ছিলাম। চলতি মৌসুমে অতি বৃষ্টিতে তলিয়ে গিয়ে ছিল। তারপর আবার বেড়িবাঁধ কেটে দেওয়া আমি আরও ক্ষতি হয়েছি।
পূর্ব শত্রুতার জের ধরে কেউ এই কাজ করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের ঘটনায় খামারিরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। অন্যদিকে ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকলে মংস্য চাষীরা মংস্য চাষে নিরুৎসাহিত হবে।