পাইকগাছায় শত্রুতার জেরে বসতঘরে অগ্নিকান্ড
পাইকগাছা প্রতিনিধি:খুলনার পাইকগাছায় অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরের বিভিন্ন মালামাল পুড়ে সম্বল হারিয়ে পথে বসেছে দিনমজুর পরিবার।বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার গদাইপুরের চেঁচুয়া গ্রামের মৃতঃ আকাম মোড়লের ছেলে দিনমজুর নূর ইসলামের বসত ঘরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে বসত ঘরের চাল, খাট, পরনের কাপড়-চোপড় ও অন্যান্য সহায় সম্পদ পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে দিন মজুর নুর ইসলামের পরিবার জানান। পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত অসহায় দিনমজুর পরিবার।ক্ষতিগ্রস্ত নূর ইসলামের বড় ভাই ইনছার মোড়লের স্ত্রী সুফিয়া বেগম জানান, আমাদের বসত ঘরের সামনেই নুর ইসলামের বসত ঘর। আনুমানিক রাত ২ টার দিকে নূর ইসলামের বসতঘরে আগুনের শিখা দেখে আমার শাশুড়ী চিৎকার দিলে বাহিরে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে সকলে মিলে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। কে বা কারা অগ্নিসংযোগ করেছে তা তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নুর ইসলামের স্ত্রী রাশিদা বেগম বলেন প্রতিপক্ষদের ভয়ে আমরা পাশ্ববর্তী প্রতিবেশীর বাড়িতে থাকি। মাঝে মধ্যে বসতবাড়িতে ও থাকা হয়। তবে ঘটনার দিন রাতে পরিবারের কেউ আমরা বাড়িতে ছিলাম না এ সুযোগে বসত ঘরে আগুন দিতে পারে বলে ধারণা করছি। আগুনে ঘরের চাল-বেড়া, কাপড়-চোপড় সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে গৃহবধূ রাশিদা জানান।এ বিষয়ে দিনমজুর নুর ইসলাম জানান, জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ রয়েছে। গত ৫ আগস্টের পর প্রতিপক্ষরা মারপিট সহ আমার পূর্বের দীর্ঘদিনের বাড়ী-ঘর ভাংচুর করেন। যা এলাকার সবাই অবগত আছে। এরপর কোন রকমে থাকার জন্য পুরনো বাড়িতে টিনের চাল-বেড়ার একখানা ঘর বাঁধি। মাঝে মধ্যে এখানে থাকা হয়। আগুনে পুড়ে শেষ সম্বলটুকু শেষ হয়ে যাওয়ায় আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্রের সাথে দুটি বোতল ও টায়ারের অংশ বিশেষ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জের হিসেবে দুর্বৃত্তরা কেরোসিন অথবা পেট্রল জাতীয় দ্রব্য দিয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছি। বিষয়টি থানা পুলিশ কে অবহিত করা হয়েছে বলে নুর ইসলাম জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী পদক্ষেপের প্রস্তুতি চলছিল।