অসহায়দের মাঝে উদারতার খাদ্য সামগ্রী বিতরন
প্রেস বিজ্ঞপ্তিঃ দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারনে যখন নিম্ন আয়ের মানুষরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে দীর্ঘশ্বাস ফেলছে তখন জেলার অন্যতম বৃহত্তম এবং প্রবীণ স্বেচ্ছাসেবী সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন তাদের মাড়িয়ালাস্থ প্রধান কার্যালয় হতে ১৫ নভেম্বর সকাল ৯ টায় শতাধিক অসহায়দের ভিতরে ফুড ব্যাগ বিতরন করেছে। সংগঠনটির নির্বাহী প্রধান জুবায়ের আহম্মেদ শিমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কার্যক্রমটির উদ্বোধন ঘোষনা করেন। প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন , বর্তমান বাজার পরিস্থিতি খারাপ হওয়ায় আপনাদের জন্য আমাদের এ আয়োজন দিনশেষে আপনারা স্বস্তির নিঃশ্বাস ফেললে আমাদের পরিশ্রম সার্থক। আলামিনের দিকনির্দেশনায় সমগ্র ফুড ব্যাগ বিতরন কার্যক্রমের তত্বাবধায়ন করেন মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন মহাইমিনুল ইসলাম তিনি তার সমাপনী বক্তব্যে বলেন আমরা আপনাদের একসপ্তাহের খাদ্য সহায়তা প্রদান করছি এটি সামান্য হলে ও আপনাদের জনজীবনে স্বস্তি দিবে। ফুডব্যাগ বিতরন কার্যক্রমে অন্যান্যদের ভিতরে উপস্থিত ছিলেন তাহের, হাসিব, নজরুল, আলামিন, মইনুর,দেলোয়ার, সোহেল, হারান, সুমাইয়া, আছিয়া প্রমুখ। সমগ্র কার্যকমটির সঞ্চালনা করেন সংগঠনটির সাধারন সম্পাদক রোকনুজ্জামান।