রসুলপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ
Post Views:
৪৫
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি বসত বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ নভেম্বার)সন্ধ্যায় শহরের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার করেন। এজাহার সূত্রে জানা যায়, আমি মোঃ ইমরান হোসেন (৩০) পিতা-মোঃমহরম শেখ, সাং রসুলপুর। আসামী আবু সাঈদ পিতা সাত্তার মোড়ল,মোঃ মিন্টু, সাত্তার মোড়ল পিতা সেলিম মোড়ল, মোঃ সেলিম পিতা-গফ্ফার, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিক পিতা মোসলেম উদ্দীন, রিনা খাতুন স্বামী মোঃ মিন্টু, জেলা মৎস্যজীবী দলের সিনিয়ার যুগ্ন আহবায়ক মাহামুদুল ইসলাম পিতা আমজেদ,জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দীন লিটন পিতা মুজিত মেম্বার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলী আহসান খান হাবলু, পিতা মৃত কদর আলী, মোঃ আরাফাত,নুর মোহাম্মাদ, সুলতান। ০৫-১১-২০২৪ মঙ্গলবার বিকালে বাড়ির পাশে মাঠে ফুটবল খেলছিলো স্থ্নাীয় যুবকরা। মাঠের পাশের বসত বাড়িতে বল যাওয়ার বিষয় নিয়ে তর্কবির্তকের একপর্যায় হাতাহাতি হয়। কিছুক্ষন পরে ৩০ জনের মত ভাড়াটি গুন্ডা নিয়ে ইমরানের বাড়ি ভাঙচুর করেন এবং ১২আনা ওজনের একটি সোনার চেইন যার মূল্য ৭৫,০০০ হাজার টাকা সহ অনান্য জিনিষপত্র লুট করে । স্টিলের আলমারী থেকে নগত ৫৫,০০০ হাজার টাকা নেয়। বসত ঘড়ে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করিয়া অনুমান ২,০০০০০ টাকা ক্ষয় ক্ষতি হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুর ইসলাম জানান,একটি অভিযোগ পেয়েছি আমরা সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেব।