সাতক্ষীরায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় মোবাইল ফোনে অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। লোভে পড়ে বিভিন্ন বয়সের মানুষ, বিশেষ করে শিক্ষার্থী, তরুণ ও যুবকরা এতে বেশি আসক্ত হচ্ছেন।আর এই অনলাইনে জুয়া খেলে সর্বস্বান্ত হয়েছেন বহু ব্যক্তি। অনেকে ঋণের টাকা শোধ করতে জমিসহ বাড়ি বিক্রিও করছেন। জুয়া থেকে ফেরাতে না পেরে স্ত্রী তাঁকে তালাক দিয়েছেন, এমন ঘটনাও রয়েছে অহরহ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অনলাইন জুয়ারী ব্যক্তি এ প্রতিনিধিকে জানান, ১০ টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা উপার্জন করছেন দেখে তারাও অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েন। দু’দিনে ৫ হাজার টাকা খুঁইয়েছেন। এখানে আন্তর্জাতিক ফুটবল, ক্রিকেট, ক্যাসিনো, হাউজিসহ বিভিন্ন অনলাইন জুয়া খেলা চলে।
ঘরে বসেই স্মার্টফোনে ওয়েবসাইটে বা অ্যাপে রেজিস্ট্রেশন করে নগদ ও বিকাশের মাধ্যমে ২০০-৫০০ টাকা ডিপোজিট করেই অনলাইনে জুয়া খেলা যায়। কিশোর থেকে শুরু করে পঞ্চাশোর্ধ্ব অনেকেই প্রচুর টাকা উপার্জনের আশায় এ ফাঁদে জড়িয়ে পড়ে নিঃস্ব হচ্ছে। এ তালিকায় ব্যবসায়ী-চাকুরিজীবীও রয়েছেন। বেশি জড়িয়ে পড়ছেন গ্রামের উঠতি বয়সী কিশোর, তরুণ ও যুবকরা।
খেলায় আগ্রহ বাড়াতে ফেসবুক-ইউটিউবেও চলছে বিজ্ঞাপন। ১ টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকায় চলে এ খেলা। শুরুর দিকে অল্প টাকা বাজি ধরে হাজার হাজার টাকা পেয়ে যাচ্ছেন কেউ কেউ। পরে মুহূর্তের মধ্যেই টাকা খুইয়ে সর্বস্বান্ত হচ্ছেন সবাই। বর্তমানে ‘ক্রিক্যা’ নামের ভার্চুয়াল জুয়ার সাইটে বেশি খেলা হচ্ছে। শ্যামনগর উপজেলার পদ্মাপুকুর ইউনিয়নের চাউলখোলা গ্রামের হারুন অর রশিদ মল্লিকের ছেলে ওয়ান এক্স বেট ও মেলবেট অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড রায়হানুল ইসলাম রাহাত ও সহকারী হিসেবে কাজ করেন একই ইউনিয়নের পাখিমারা এলাকার লোকমান মোড়লের ছেলে হাসানুর রহমান। অনলাইন জুয়ার মাস্টার মাইন্ডরা দেদারছে এ অবৈধ কর্মকান্ড পরিচালণা করলেও তারা রয়েছে ধরা ছোয়ার বাইরে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবী জানিয়েছেন ভূক্তভোগীদের পরিবার।সচেতন মহল মনে করেন, এসব অনলাইন জুয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে উঠতি বয়সী কিশোর, তরুণ ও যুবকরা। এজন্য অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
নাম প্রকাশ না করে সাতক্ষীরা ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশ পেলেই অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।