ট্রাম্পের প্রয়োজন আর মাত্র ৩ ইলেক্টোরাল ভোট
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন বার্তা এপির ভোট গণনা অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেনসিলভিনিয়ার ১৯টি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে, ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্পের ঝুলিতে জমলো ২৬৭টি। তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এখন পর্যন্ত পেয়েছেন ২১৪। হোয়াইট হাউজে যেতে তার আর প্রয়োজন মাত্র ৩টি ইলেক্টোরাল ভোট। প্রেসিডেন্ট হতে একজন প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়।
দুই প্রার্থীই তাদের নিজস্ব দুর্গ বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে জয়লাভ করেছেন। তবে ব্যাটলগ্রাউন্ড রাজ্য বা সুইং স্টেটগুলোর মধ্যে তিনটিতে জয় ট্রাম্পকে এগিয়ে যেতে ভূমিকা রেখেছে। এর মধ্যে পেনসিলভানিয়াতে ৯৫ শতাংশ ভোট গণনা হয়েছে। সেখানে এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ৫১ শতাংশ আর হ্যারিস ৪৮ দশমিক ১ শতাংশ ভোট। এখানে ইলেক্টোরাল ভোট আছে ১৯টি।
এখন পর্যন্ত নর্থ ক্যারোলাইনার ৯৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। সেখানে ৫১ শতাংশ পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। আর কমলা হ্যারিস পেয়েছেন ৪৭ দশমিক ১ শতাংশ ভোট। ফলে, এপি’র গণনা অনুযায়ী, নর্থ ক্যারোলাইনার ১৬টি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন ট্রাম্প।
এছাড়া জর্জিয়াতে ৯৭ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, ট্রাম্পের ঝুলিতে গেছে ৫০ দশমিক ৭ শতাংশ ভোট। আর হ্যারিসের দিকে আছে ৪৮ দশমিক ৫ শতাংশ। ফলে এপি’র গণনা অনুযায়ী, এই রাজ্যের ১৬টি ইলেক্টোরাল ভোটও ট্রাম্প পেতে যাচ্ছেন।
২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ট্রাম্প। তবে ২০২০ সালে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউজ ছাড়তে হয়েছিল তাকে।
এর আগে মঙ্গলবার ভোট দিয়ে ট্রাম্প বলেছিলেন, আমি খুবই আত্মবিশ্বাসী। শুনছি আমরা সব জায়গাতেই ভালো করছি। নির্বাচনের ফল আমার পক্ষে যাবে এবং কোনোভাবেই হাড্ডাহাড্ডি লড়াই হবে না।