রয়্যাল এনফিল্ড আসছে আরো সস্তায়, দেখতে খুবই স্টাইলিশ
প্রযুক্তি ডেস্ক:
দেশের বাজারে রয়্যাল এনফিল্ড আসার পরই আলোচনা তুঙ্গে। নতুন খবর হচ্ছে, আগামী বছরই আসতে পারে হান্টার ৩৫০-এর নতুন মডেল। এই মডেলের মাধ্যমে অনেক বেশি প্রিমিয়াম সেগমেন্টের বাইকের লুক কম দামেই পেয়ে যাবেন।
সম্প্রতি অনলাইনে নতুন মডেলের টেস্টিংয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছে। বেশকিছু উল্লেখযোগ্য পরিবর্তন করা হয়েছে। এই প্রাইস সেগমেন্টে হান্টারে এমনিতেই এই ফিচার্সগুলো চাইছিলেন ক্রেতারা। সম্ভবত সেই পরিবর্তনসহ আপডেট আনতে পারে রয়্যাল এনফিল্ড।
হান্টার ৩৫০ মডেলে খুব সম্ভবত এলইডি হেডলাইট দেওয়া হচ্ছে। এতে যে শুধু লুক ভালো হবে, তাই নয়, বরং নাইট রাইডের সময়ও অনেক বেশি সুবিধা হবে। বাইকের পেছনের শক অ্যাবজর্বার নিয়ে আগে ব্যবহারকারীদের একাংশের নানা অভিযোগ ছিল। উঁচুনীচু রাস্তায় ঝাঁকুনি বেশি হয় বলে দাবি তাদের। আসলে হান্টারকে বেশি স্পোর্টি রাখার জন্যই একটু স্টিফ সাসপেনশন দেওয়া হয়েছিল। এবার কিছুটা সফট সাসপেনশন হতে পারে।
এই মডেলের ইঞ্জিন এমনিতেই বেশ ভালো। ফলে সেখানে আর কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগের মতোই, এতে ৩৪৯ সিসি, এয়ার-কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। ২০.২ বিএইচপি এবং ২৭ এনএম টর্ক পাবেন।
ইঞ্জিনের সঙ্গে ৫-স্পিড গিয়ারবক্সও থাকবে। হান্টার ৩৫০ মডেলের দুটি ভ্যারিয়েন্ট থাকবে – রেট্রো এবং মেট্রো। এছাড়া, রয়্যাল এনফিল্ড এই নতুন মডেলে কয়েকটি নতুন রংও নিয়ে আসতে পারে।
আপডেটেড ফিচার এবং উন্নত পারফরম্যান্সের কারণে অল্পবয়সীদের মধ্যে এই মডেল আবার জনপ্রিয় হতে পারে। তাছাড়া হান্টারের দামও যুবকদের পকেটসই। সব মিলিয়ে নতুন হান্টারের অপেক্ষাতেই অধীর রাইডারকুল। তবে এই নিয়ে কোনো বিবৃতি দেয়নি সংস্থা। সবই প্রাথমিক অনুমান।